ঢাকা, শুক্রবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৫

অভিনেত্রী সোহানা সাবা গ্রেফতার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

দেশের বিনোদন জগতের পরিচিত মুখ অভিনেত্রী সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিনেত্রী সোহানা সাবাও আমাদের নজরদারিতে ছিলেন এবং তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

এর আগে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে আটক করা হয়। তাকে বর্তমানে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি